শহরের দ্বিগুবাবুর বাজার ও ফতুল্লায় পৃথক অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। রোববার (৪ জুলাই) দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চলে।
সূত্র জানিয়েছে, অভিযানকালে দ্বিগুবাবুর বাজারের মেসার্স চৌধুরী ট্রের্ডাসকে শিশু খাদ্য গুড়ো দুধের প্যাকেটের গায়ে আমদানীকারকের ঠিকানা ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা এবং ফতুল্লার পিলকুনি এলাকার জাহিদ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে অবৈধভাকে খাদ্যসামগ্রী তৈরী করা ও প্যাকেটের গায়ে মূল্যতালিকা না থাকায় নগদ ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহেল আক্তার, ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :