NarayanganjToday

শিরোনাম

না.গ‌ঞ্জের লকডাউন প‌রি‌স্থি‌তি প‌রিদর্শনে জিও‌সি


না.গ‌ঞ্জের লকডাউন প‌রি‌স্থি‌তি প‌রিদর্শনে জিও‌সি

সরকারঘোষিত সপ্তাহব্যাপী নারায়নগঞ্জের ‘কঠোর লকডাউনের’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি যুক্ত হন। এরপর চাষাড়ার শহীদ মিনারের সামনে এসে তিনি নারায়নগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সেনাবাহীনির বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম,ক্যাপ্টেন জুবায়ের,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) হাসান বিন আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহানসহ সেনাবাহীনি ,র‌্যাব ও বিজিবির অন্যান্য কর্মকর্তা।

পর্যবেক্ষন শেষে ইসদাইরের ওসমানী পৌর স্টেডিয়ামে সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।

উপরে