দৈনিক স্বদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ খায়রুল হাসান (৪৪) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ জুলাই) ভোররাত ৪ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন।
তিনি আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিলেন। মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড পাইনাদী নুতন মহল্লা সুলতানের মোড় এলাকায় বসবাস করতেন।
দুপুর বারোটায় নাসিক ১ নং ওয়ার্ডের পাইনাদী সুলতানের মোড় এলাকায় প্রথম ও বাদ জোহর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে নামাজে জানাজা শেষে তার লাশ আদমজী কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষ তার নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।
তার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সকলেই শোক প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :