NarayanganjToday

শিরোনাম

মস‌জি‌দে করোনাপ্রতিরোধক বুথ স্থাপন করলো ‌‍‍`স্লোগান‍‍`


মস‌জি‌দে করোনাপ্রতিরোধক বুথ স্থাপন করলো ‌‍‍`স্লোগান‍‍`

করোনার সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে কঠোর লকডাউনে প্রথম থে‌কেই মাঠে কাজ করছে সামা‌জিক সাংস্কৃ‌তিক ও স্বেচ্ছা‌সেবী সংগঠন '‌স্লোগান'। এরই ধারাবা‌হিকতায় এবার নগরীর ১৬নং ওয়া‌র্ডের দেও‌ভো‌গ এলাকার দু‌টি মস‌জি‌দের সাম‌নে করোনা প্রতিরোধক বুথ' স্থাপন করেছে ‌'স্লোগান'।  এ বুথগু‌লো থেকে যে কেউ ফ্রি সার্জিক্যাল মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া হাত স্যানিটাইজ করার ব্যবস্থাও রয়েছে বুথগুলোতে।

শুক্রবার (০৯ জুলাই) জুম্মার নামা‌জের পূ‌র্বে ‌দেও‌ভোগ বড় জা‌মে মস‌জিদ ও বায়তুস শরীফ জা‌মে মস‌জিদের সাম‌নে সুরক্ষা বুথ দু‌টি স্থাপন ক‌রেন ‌'স্লোগান' মুখপাত্র শেখ সাফা‌য়েত আলম সানি। এসময় দেও‌ভোগ বড় জা‌মে মস‌জি‌দের বুথ‌টি উ‌দ্বোধন ক‌রেন মস‌জি‌দের সাধারন সম্পাদক ম‌নোয়ার হো‌সেন মনা সরদার ও সদস‌্য সে‌লিম হাসান দিনার এবং বায়তুস শরীফ জা‌মে মস‌জি‌দের সাম‌নে বুথ‌টি উ‌দ্বোধন ক‌রেন মস‌জি‌দের ইমাম ও খ‌তিব মাওলানা মোঃ আইয়ুব আলী।

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক যুক্ত এই করোনা বুথ উদ্বোধন শে‌ষে শেখ সাফা‌য়েত আলম সা‌নি বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কোনো বিকল্প নেই। সাধারণ জনগণ যেন করোনা সুরক্ষা সামগ্রী হাতের নাগালে পায় সে জন‌্য আমা‌দের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এসময় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সা‌নি ব‌লেন, মানুষের জীবন এবং জীবিকা দুটিই যেন সচল থাকে এজন্য অহর্নিশ কাজ করছেন প্রধানমন্ত্রী। তাই বৃহত্তর স্বা‌র্থের কথা চিন্তা ক‌রেই আমা‌দের সরকারী নি‌র্দেশনাগু‌লো মে‌নে চল‌তে হ‌বে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে অবশ্যই মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় নামবেন না। নিজেকে নিজে বাঁচাতে হবে, কেউ আপনাকে বাঁচাবে না। নিজেকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এজন্য মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি  মেনে চলতে হবে। তাহলেই আমরা বাঁচতে পারবো।

কর্মসূচী‌তে ‌'স্লোগান' সংগঠ‌নের সদস্যদের ম‌ধ্যে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মোঃ আ‌রিফ হোসেন, মিনহাজুল ইসলাম রিয়াদ, ‌শেখ র‌ফিকুল ইসলাম রায়হান, ফা‌হিম ভুইয়া এ‌মিল, ইশ‌তিয়াক আল কা‌ফি নিশান, শ‌ফিকুল ইসলাম বাবু, আ‌নিসুর রহমান ইরান, আহ‌মেদ হৃদয়,  মোঃ ম‌নির হোসেন, স‌জিব রায় অ‌ভি, সাজ্জাদ হো‌সেন সাদ্দাম, মোঃ ইব্রা‌হিম, বিল্লাল হো‌সেন, প্রণয় সিংহ, কামরুজ্জামান সুমন, সৈকত বা‌প্পি, গোলাম হায়দার সজীব, আল মামুন কাওছার, শেখ সুমন, অ‌নিক দে, মোঃ আল আ‌মিন, মোঃ আ‌জিম, আবদুস সালাম, র‌ফিক সাউদ, না‌সির আহ‌মেদ রিহান, অ‌নিক, এম এস সা‌নি, আশরাফুল ইসলাম তৌ‌কির, আ‌রিফ চঞ্চল, আল মামুন প্রমুখ।

উপরে