NarayanganjToday

শিরোনাম

যৌনকর্মী নিয়ে ফুর্তি : পুলিশের কনস্টেবল পরিচয়দানকারীসহ আটক ৪


যৌনকর্মী নিয়ে ফুর্তি : পুলিশের কনস্টেবল পরিচয়দানকারীসহ আটক ৪

যৌনকর্মী নিয়ে ফুর্তি করতে গিয়ে পুলিশের কনস্টেবল পরিচয়দানকারী এক ব্যক্তিসহ চারজকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ মিজমিজি বাতেনপাড়া এলাকার ইস্রাফিলের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

এরা হলেন, পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয়দানকারী ফারুক, কাউসার, সুজন, শরিফ ও যৌনকর্মী রিয়া।

তাঁদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুস সাত্তার। তিনি বলেন, আটকদের মধ্যে ফারুক নিজেকে পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে খোঁজ নিয়ে জানা যায় সে মূলত পুলিশ নয় একজন প্রতারক।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ফারুক ও তাঁর চারজন বন্ধু একজন নারী নিয়ে ঘরে প্রবেশ করে। ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হলে দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। এসময় তাঁদের সকলকেই আপত্তিজনক অবস্থায় দেখতে পেয়ে তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাঁদের নিয়ে যায়।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতরা সিদ্ধিরগঞ্জ থানাতেই আছেন। শনিবার তাঁদেরকে দণ্ডবিধির ২৯০ ধারায় আদালতে প্রেরণ করা হবে।

৩০ জুন, ২০১৮/এসপি/এনটি

উপরে