বিষয়:
প্রকাশিত: জুলাই ১, ২০১৮, ১০:২১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০১৮, ০২:২২ এএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০১৮, ০২:২২ এএম
নারায়ণগঞ্জ টুডে
ফতুল্লা মডেল থানায় চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ পেশাগত দায়িত্বে বিশেষ অবদানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শরফুদ্দিন, ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম ও এসআই কাজী এনামুল হক নির্বাচিত হন।
রোববার দুপুরে পুলিশের মাসিক কল্যাণসভায় ঢাকা রেঞ্জ অফিসে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন,আবু কালাম সিদ্দিক, অতিরিক্তি ডিআইজি আসাদুজ্জামানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা রেঞ্জের অধীনে রয়েছে ১৩টি জেলা। ১৩টি জেলায় বাংলাদেশ পুলিশের বেশ কয়েকটি থানা রয়েছে। গত এপ্রিল মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসিবে পুরস্কার গ্রহণ করেছিলেন ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম। গত
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোহামম্মদ মঞ্জুর কাদের পিপিএম বলেন, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসির যে পুরস্কার হাতে পেয়েছি তা ফতুল্লা মডেল থানা এলাকাবাসির কারনেই। পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশায় আমি কাজ করেছি। অপরদিকে থানার অফিসাররাও আমার দিক নির্দেশনা কাজ করাতে এই পুরস্কার আমি অর্জন করতে পেরেছি।
১ জুলাই, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :