প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৭:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৫, ২০২৩, ০১:২৬ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৫, ২০২৩, ০১:২৬ পিএম
নারায়ণগঞ্জ টুডে
নারায়ণগঞ্জে ৪র্থ জিতু স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১২) উদ্বোধন করা হয়েছে। ফুটবল একাডেমি’র আয়োজনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় ওসমানী পৌর স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ খেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আতাউর রহমান মিলন, ফিরোজ মাহমুদ সামা, নারায়ণগঞ্জ জেলা ফুটবল একাডেমির কোচ খলিলুর রহমান দোলন, সুজনসহ আরও অনেকে।
সংক্ষিপ্ত বক্তব্যে তানভীর আহমেদ টিটু বলেন, জিতু আমার কাজিন ছিলো, যে ৭ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাকে স্বরণ করেই মূলত আমরা একটা আয়োজন করার চেষ্টা করি। এখানে আজ অনুর্ধ-১২ বয়সের শিশুদের নিয়ে এখানে টুর্নামেন্ট করা হয়েছে। এখান থেকে বাছাই করে অনুর্ধ-১৪ ও অনুর্ধ-১৬ তে নিয়ে যাবো। আর এটা আমাদের চলমান প্রক্রিয়া, এটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
আপনার মতামত লিখুন :