প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১১:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২৩, ০৫:২৩ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২৩, ০৫:২৩ পিএম
নারায়ণগঞ্জ টুডে
গণসংহতি আন্দোলন ফতুল্লা থানা কমিটির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি'র কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যান বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনের পিতা ফতুল্লা কাশীপুর ইউনিয়নের হোসাইনীপুর নিবাসী ডাক্তার এস এম কাইয়ুম এর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।
শোকবার্তায় তরিকুল সুজন এবং অঞ্জন দাস বলেন, শ্রমিকনেতা আবদুল্লাহ আল মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
উল্লেখ্য, ৭ জানুয়ারি সকাল ৯ টা ৩০ মিনিটে ডাক্তার এস এম কাইয়ুম ৬৫ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থেকে নিজ বাসায় ইন্তেকাল করেন। আছর নামাজ শেষে কাশীপুর কেন্দ্রীয় ঈদ গাহ্ জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে কাশীপুর ঈদগাহ্ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :