NarayanganjToday

শিরোনাম

প্রার্থীদের পক্ষে মাস্তানি করতে চাই না : গিয়াসউদ্দিন


প্রার্থীদের পক্ষে মাস্তানি করতে চাই না : গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিগত নির্বাচনগুলো যেভাবে হয়েছে এটা কোন সভ্য সমাজে হতে পারে না। নির্বাচনের দিন বহিরাগতদের প্রবেশসহ নানা কারনে সকল নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। এতে আইনজীবীদের সম্মান ভূলুন্ঠিত করা হয়েছে। তারা বলে বিএনপি কী করেছে। আজকের যে প্রশাসনিক জেলা ভবন আদালত এটা বিএনপি সরকারের আমলে করা হয়েছে। বিএনপি আইনজীবীদের সম্মান বৃদ্ধি করেছে।

বুধবার (২৫ জানুয়ারি) জেলা পরিষদ সংলগ্ন হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবী পরিষদের প্রার্থীদের পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাক্তিগত স্বার্থকে পরিহার করে দলের স্বার্থে আপনারা এই ১৭জন প্রার্থীর প্রত্যেককে নির্বাচিত করার চেষ্টা করবেন। এ আন্দোলনে বিজয়ী হওয়া আপনাদের প্রয়োজন। কোন ভয়ের চিন্তা করবেন না। অতীতে যা হওয়ার হয়েছে। আমরা দলীয় নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। আমাদের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে। আমরা এখানে অনৈতিক কাজ করতে আসবো না। আমরা প্রহরা দিতে আসবো।

আওয়ামী লীগের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, আমরা আমাদের প্রার্থীদের পক্ষে এসে মাস্তানি করতে চাই না। আপনারা যদি সম্মান চান আপনারা প্রতিষ্ঠানকে সম্মান দিন। আপনাদের দূর্নামের কারণে জনগন আপনাদের পচ্ছন্দ করে না। জেলার মানুষরা যখন আসে তখন সম্মান দিতে চায় বিজ্ঞ আইনজীবীদেরকে। আপনাদের কার্যকলাপের কারনে আজকে বিজ্ঞ আইনজীবীরা প্রশ্নবিদ্ধ। সুতরাং এ পথ পরিহার করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ প্রমুখ।

এবারের প্যানেলের সদস্যরা হলেন সভাপতি পদে এড. আহসান হাবীব শাহিন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে এড. এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, আপ্যায়ণ সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড. হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য পদে এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা, এড. সাজিয়া আক্তার।

উপরে