বিষয়:
প্রকাশিত: জুলাই ৮, ২০১৮, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০১৮, ০৬:২২ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০১৮, ০৬:২২ পিএম
নারায়ণগঞ্জ টুডে
মুক্তিযোদ্ধার কোটায় ভুয়া ও জাল সনদ দিয়ে পুলিশে চাকরি নেয়ার অভিযোগে আরও দুই কনস্টেবলের বিরুদ্ধে ফতুল্লায় মামলা দায়ের হয়েছে।
অভিযুক্তরা হলেন, আড়াইহাজার উপজেলার গোপালদী ইউনিয়ণের উলুকান্দি গ্রামের মৃত বন্দে আলী মোল্লার ছেলে মো. সুমন আহম্মেদ (২৮), সে ডিএমপির উত্তর বিভাগে কর্মরত এবং অপরজন হলেন রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ণের টেকনোয়াদ্দা গ্রামের মো. সিদ্দিক মুন্সির ছেলে মো. নূর আলম (২৪), তিনি ডিএমপির দক্ষিণ বিভাগে কর্মরত রয়েছেন।
তাঁদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের পরিদর্শক (আরওআই) হাবিবুর রহমান বাদি হয়ে ১ জুলাই ওই মামলা দায়ের করেন। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ্ মোহাম্মদ মঞ্জুর কাদের।
তিনি বলেন, “ভূয়া ও জাল মুক্তিযোদ্ধার সনদে তাঁরা দুজন গত সাড়ে ৫ বছর ধরে পুলিশের কনস্টেবল পদে চাকরি করে আসছে। মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে একই অভিযোগে আড়াইহাজার উপজেলার বদলপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে কনস্টেবল নাজমুল, একই উপজেলার বিবির কান্দি গ্রামের নাজমুল সরকারের ছেলে লিটন একই গ্রামের আব্দুস ছামাদ মিয়ার ছেলে মজনুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের পরিদর্শক (আরওআই) হাবিবুর রহমান।
এ মামলার একটি ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ শাহজালাল ও অপরটি ইন্সপেক্টর (অপারেশন) মো. মজিবুর রহমানের উপর তদন্তভার ন্যাস্ত ছিলো।
এ প্রসঙ্গে জানতে চাইলে ফতুল্লা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ শাহজালাল জানান, “যে মামলা হয়েছিলো সেটি মাহামন্য হাইকোর্ট এর এক আদেশে স্থগিত করা আছে। তাই এর কার্যক্রম এখন বন্ধ আছে।” অপরদিকে শাহাজালালের মতো করে একই কথা জানান ইন্সপেক্টর (অপারেশন) মো. মজিবুর রহমান।
৮ জুলাই, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :