বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সারাদেশে গণমাধ্যমকর্মীদের উপর নিপীড়ন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাঠচক্র ভিত্তিক সংগঠন ‘অনুশীলন’।
রোববার (২ এপ্রিল) দুপুরে নগরীর চাষাড়ার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সমন্বয়ক ভবানী শংকর রায়, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, সংবাদদাতা গোলাম রাব্বানী শিমূল, ফটো সাংবাদিক দিনার মাহমুদ, গণমাধ্যমকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিককর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গণস্বাক্ষর, পারফরম্যান্স আর্ট, কবিতা আবৃত্তি ও স্বতস্ফূর্ত বক্তৃতা প্রদান করে।
আপনার মতামত লিখুন :