NarayanganjToday

শিরোনাম

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২১ মাস : শনিবার আলোক প্রজ্বালন


ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২১ মাস : শনিবার আলোক প্রজ্বালন

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বালন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। প্রতি মাসের ধারাবাহিক এই কর্মসূচিটি ৮ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে হওয়ার কথা রয়েছে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ স্বাক্ষরিত বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২১ মাস। দীর্ঘ এ সময়েও তদন্তকারী সংস্থা র‌্যাবের তদন্ত শেষ করে তৈরী করে রাখা অভিযোগপত্রটি আদালতে পেশ করা হয় নাই। দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ।

উপরে