NarayanganjToday

শিরোনাম

আইভী হত্যাচেষ্টা মামলায় পুনঃতদন্ত করবে সিআইডি


আইভী হত্যাচেষ্টা মামলায় পুনঃতদন্ত করবে সিআইডি

শহরের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপর হামলার ঘটনায় করা মামলায় পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি গ্রহণ করেছেন আদালত। সিআইডিকে অধিকতর তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে  নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালত এই আদেশ দেন।

এর আগে গত ২৯ জানুয়ারি সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে নারাজি আবেদন দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপর হামলার ঘটনা ঘটেছিলো। পরে সেই মামলায় পিবিআই আদালতে অভিযোগপত্র দেয়। কিন্তু অভিযোগপত্রে অসন্তুষ্ট হন বাদীপক্ষ। সেই অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ আদালতে নারাজি আবেদন করেন। আমাদের নারাজির আবেদন গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। পরবর্তী তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন।

 

উপরে