নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের মা রওশন আরা আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৬ এপ্রিল গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় প্রত্যেকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে ২০২০ সালের ১৬ এপ্রিল সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এই মহীয়সী নারী। তিনি মুন্সিগঞ্জ জেলার শীলই ইউনিয়ন পরিষদের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের বিশিষ্ট পাট ব্যবসায়ী শাহ নূর উদ্দিন সরকারের স্ত্রী ছিলেন।
এদিকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া পড়ানো হয়েছে। এছাড়া ১৭ এপ্রিল নারায়ণগঞ্জের পথশিশু আর গরিবদের মধ্যে ইফতার দেওয়া হবে বলে জানা গেছে।
মৃত্যু বার্ষিকীতে মরহুমার সকল আত্মীয় স্বজনসহ দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়ার অনুরোধ জানিয়েছেন শাহ নিজাম।
আপনার মতামত লিখুন :