NarayanganjToday

শিরোনাম

না. গঞ্জে আন্দোলনে নিহত পরিবার পেল তারেক জিয়ার ঈদ উপহার


না. গঞ্জে আন্দোলনে নিহত পরিবার পেল তারেক জিয়ার ঈদ উপহার

 

 

 

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনসহ আন্দোলন-সংগ্রামে নিহত ও গুরুতর আহত যুবদল নেতাকর্মীদের পরিবারের কাছে ঈদের উপহার পৌঁছে দিয়েছে যুবদল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একটি টিম যুবদল নেতাকর্মীদের বাড়িতে এ ঈদ উপহার পৌঁছে দেয়।

এ সময় আড়াইহাজারে নিহত যুবদলকর্মী মোহাম্মদ সিদ্দিক, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের প্রয়াত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিহত যুবদল নেতা কাউসার আহমেদ, সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের নিহত যুবদল নেতা মাহবুব রহমান, কাঁচপুরের নিহত যুবদল নেতা কাজী ফারুক, রূপগঞ্জের চনপাড়া ইউনিয়নের নিহত যুবদল নেতা চান মিয়া, বক্তাবলী ইউনিয়নের নিহত যুবদল নেতা শাওন প্রধান, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নিহত যুবদল নেতা ফজর আলীর বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি রেজাউল কবির পল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, সদস্য সচিব সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব খায়রুল আলম জসীম।

উপরে