বিষয়:
প্রকাশিত: জুলাই ১৫, ২০১৮, ০৬:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৮, ০৪:১০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৮, ০৪:১০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সোনারগাঁয়ে তিন যৌনকর্মীসহ ৬ খদ্দেরকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার একটি চারতলা ফ্ল্যাট বাসা থেকে তাঁদের আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
আটকরা হলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ণের মামরকপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাচ্চু মিয়া, হাড়িয়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন, এসহাক আলীর ছেলে কবির হোসেন, সনমান্দির আলমদী গ্রামের সাইদ মিয়ার ছেলে সাকিব কাওছার, বারদী ইউনিয়ণের বাগেরপাড়া গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে রুহুল আমিন, আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের হারিস মিয়ার ছেলে কাউছার।
তাঁদের সাথে আটকৃত তিন যৌনকর্মী হলেন, মাজিয়া (২৫), শান্তা (২২) ও স্বপনা (২৫)। তাঁদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মোরশেদ আলম।
থানা উপ-পরিদর্শক (এসঅই) আব্দুল হক সিকদার বলেন, দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত যৌনকর্মীদের দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। রোববার (১৫ জুলাই) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
১৫ জুলাই,২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :