NarayanganjToday

শিরোনাম

কোনো ষড়যন্ত্রই দূরে সরাতে পারবে না : খোরশেদ


কোনো ষড়যন্ত্রই দূরে সরাতে পারবে না : খোরশেদ

“কোনো ষড়যন্ত্রই আমাকে দূরে সরাতে পারবে না। সব সময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো” বলে মন্তব্য করেছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

সোমবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে আল্লামা ইকবাল রোড সংযোগ থেকে মাসদাইর বাজার পর্যন্ত একটি আরসিসি ড্রেন ও রাস্তা উঁচুকরণ কাজের উদ্বোধনকালে ওই মন্তব্য করেন তিনি। ৮০ লাখ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এই সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এসময় তিনি ড্রেন ও রাস্তা ব্যবহার এবং গৃহস্থলি আবর্জনা অপসারণে এলাকাবাসীর সহায়তা কামনা করেন। একই সাথে তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যে ১৩নং ওয়ার্ডে এলইডি সড়ক বাতি লাগানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী মো. রেজাউল, মো. শফিউল ইসলাম, স্থানীয় মুরব্বী মো. শাহ আলম, আব্দুল হাই, দেলোয়ার হোসেন, মো. খোকন, আনোয়ার মাহমুদ বকুল, আব্দুল জলিল, হাবিবুর রহমান হাবিব, ইকবাল হোসেন ভুট্টু, এনায়েত হোসেন, আলমগীর আজিজ ইমন, ফারুক মাল, মো. মিঠু, মহিউদ্দিন, শওকত খন্দকার, ঠিকাদার মো. আরমান, জার্মান প্রমূখ।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ কয়েকটি রাজনৈতিক মামলায় প্রায় ৪ মাস কারাগারে অন্তরিণ থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান। তিনি ১৩ নং ওয়ার্ডে একাধারে তিনবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৬ জুলাই, ২০১৮/এসপি/এনটি

উপরে