বিষয়:
প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৮, ০৬:১৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৪, ২০১৮, ০৩:০১ এএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৪, ২০১৮, ০৩:০১ এএম
নারায়ণগঞ্জ টুডে
নারায়ণগঞ্জ পুলিশে কর্মরত দুই সদস্যকে পদোন্নতি দেয়া হয়েছে। তাঁরা হলেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন এবং নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এটিএম তারিকুল।
তাঁদের দুজনকেই উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পদোন্নতি দেয়া হয়। সোমবার (২৭ আগস্ট) সকালের দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান তাঁদের দুজনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এদিকে পদোন্নতি পাওয়ার পর নিজেদের অভিব্যক্তি জানাতে গিয়ে শামীম ও তারিকুল জানান, পুলিশের চাকরি মানেই প্রতি মুহূর্তে নিজ দায়িত্বে অটল থাকা। তবে এবার পদন্নোতি পাওয়া সেই দায়িত্ব আরও বেড়ে গেছে। আমার প্রাণপন চেষ্টা করবো নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে। এ জন্য সকলের দোয়া চাই।
২৭ আগস্ট, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :