NarayanganjToday

শিরোনাম

শহরের টানবাজার থেকে বিয়ারসহ আটক ১


শহরের টানবাজার থেকে বিয়ারসহ আটক ১

নগরীর টানবাজারে ১০ ক্যান বিয়ারসহ আমির হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)-১১। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এসএ মালেহ রোড থেকে তাঁকে আটক করা হয়।

আটক আমির হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধিন হরেশপুর এলাকার খেলু মিয়ার ছেলে। তাঁর কাছ থেকে ৪ হাজার ৫‘শ ১৫ টাকাসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৬ সেপ্টেম্বর, ২০১৮/এসপি/এনটি

উপরে