NarayanganjToday

শিরোনাম

ফতুল্লায় ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ১


ফতুল্লায় ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ফতুল্লায় ৭০ হাজার পিস ইয়াবাসহ আজিজুল (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে পাগলার মুন্সিখোলা চেকপোষ্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক আজিজুল কক্সবাজার জেলার লেঙ্গুরবিল এলাকার আমির আহম্মেদের ছেলে। সে একটি সিএনজিযোগে এই মাদকের চালান ঢাকা পৌঁছে দিতে যাচ্ছিলো বলে পুলিশ জানায়।

চেকপোষ্টের দায়িত্বে থাকা ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এজাজুল সত্যতা স্বীকার করে জানান, দুপুর সোয়া একটার দিকে সন্দেহ হওয়ায় একটি সিএনজি থামিয়ে চেক করছিলাম। এসময় এর যাত্রী আজিজুলের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ওই মাদক উদ্ধার করা হয়।

১৩ সেপ্টেম্বর, ২০১৮/এসপি/এনটি

উপরে