NarayanganjToday

শিরোনাম

ফতুল্লায় ১০ হাজার ইয়াবাসহ তরুণী আটক


ফতুল্লায় ১০ হাজার ইয়াবাসহ তরুণী আটক
আটক শারমীন আক্তার পাখি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৬ অক্টোবর) রাতে উপজেলার মাসদাইর পুলিশ লাইন্স এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণী শারমিন আক্তার পাখি (২০) উপজেলার ফতুল্লার মুসলিম নগর এতিমখানা এলাকার মোক্তার হোসেনের মেয়ে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “শনিবার রাতে পুলিশ লাইন্স এলাকায় শারমিন আক্তার পাখি ইয়াবার চালান দিতে আসে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে একজন নিয়মিত মাদক ব্যবসায়ী।”

৭ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি

উপরে