বিষয়:
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৮, ০২:০২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৮, ১০:২১ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৮, ১০:২১ পিএম
নারায়ণগঞ্জ টুডে
১০ হাজার পিস ইয়াবাসহ আটক শারমিন আক্তার পাখিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ অক্টোবর) সকালের দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ডিবি পুলিশ শারমিন আক্তার পাখিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে। শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে উপজেলার মাসদাইর পুলিশ লাইন্স এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ শারমিন আক্তার পাখিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে। সোমবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে পাখিকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। পরে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শারমিন আক্তার পাখি ফতুল্লার মুসলিম নগর এতিমখানা এলাকার মোক্তার হোসেনের মেয়ে।
৮ অক্টোবর, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :