বিষয়:
প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০১:০৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০১৯, ০৫:১৪ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০১৯, ০৫:১৪ পিএম
নারায়ণগঞ্জ টুডে
আবারও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ সভায় তাকে নির্বাচিত করা হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের প্রেরিত সংবা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি হারুন অর রশীদকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে।
এর আগে জেলা পুলিশ সুপার হারুন রশিদ ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য পরপর তিনবার, মে ও জুন মাসের জন্য আরও দু’বার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন।
২৬ আগস্ট, ২০১৯/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :