বিষয়:
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ০২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৮, ২০১৯, ১২:৫৪ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৮, ২০১৯, ১২:৫৪ পিএম
নারায়ণগঞ্জ টুডে
পুলিশের চলমান মাদক বিরোধী অভিযান, চাঁদাবাজ গ্রেফতার, ভূমিদস্যুদের গ্রেফতারসহ সকল প্রকারের কার্যক্রমকে সমর্থন করায় নারায়ণগঞ্জের মন্ত্রী-এমপিদেরকে ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে ওই ধন্যবাদ জানান তিনি।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই তারা আবার স্বাধীন বাংলাদেশের উপর আঘাত করবে এবং দেশকে অস্থিতিশীল করবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ভূমিদস্যু, চাঁদাবাজদের গ্রেফতার করেছি। আপনারা প্রতিদিন পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় এসে দেখবেন সাধারণ মানুষ সরাসরি আমার কাছে এসে অভিযোগ করছে। আমি এবং আমার সহযোগি অতিরিক্ত পুলিশ সুপাররা তাৎক্ষণিক ভাবে অভিযোগগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি। এতে সাধারণ মানুষ তাৎক্ষণিক সেবা পাচ্ছে।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিজিবি ৬২ ব্যাটালিয়নের প্রধান, সিভিল সার্জন, র্যাব-১১ এর প্রতিনিধিসহ সরকারী সকল দপ্তরের প্রধান।
৮ সেপ্টম্বর, ২০১৯/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :