NarayanganjToday

শিরোনাম

সন্ত্রাস-চাঁদাবাজ-ভূমিদস্যুদের দিন শেষে, নির্ভয়ে কথা বলেন : এসপি


সন্ত্রাস-চাঁদাবাজ-ভূমিদস্যুদের দিন শেষে, নির্ভয়ে কথা বলেন : এসপি

পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের দিন শেষ। এবার আপনারা নির্ভয়ে কথা বলবেন। প্রতিবাদ করবেন। প্রতিরোধ গড়বেন। জেলা পুলিশ আপনাদের পাশে আছে। অন্যায় যে করবে তাকে আমরা ছাড় দেব না। সে যত বড় ক্ষমতাশালী লোক হোক না কেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবাহানীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফতুল্লা মডেল থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমি চাই জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা। পুলিশ জনগণের বন্ধু এই কথাটা প্রতি পদে পদে সত্য হওয়া চাই।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাঝে অনেক চাপা কষ্ট আছে জানি। অনেক ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। এবার নির্ভয়ে কথা বলার সুযোগ এসেছে। সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের দেন শেষ। আপনাদের কাছে এসেছি সে সকল ভূমিদস্যুদের নাম জানতে, যারা আপনাদের ভূমি দখল করছে, যারা চাঁদাবাজ-সন্ত্রাসী, এদের নাম চাই। জেলা পুলিশ আপনাদের পরিচয় গোপন রাখবে ।

এসপি বলেন, আমরা জনগণের সাথে সম্পৃক্ত হতে চাই। আইনে আপনাদের ক্ষমতা দেওয়া আছে। আপনারা অপরাধ হতে দেখলে তা নিবারণ করবেন এবং দুষ্কৃতিকারিকে ধৃত করবেন। আমরা ওয়ার্ডের চৌকিদারের সাথে সংযোগ স্থাপন করতে চাই, নেতৃবৃন্দের সাথে সংযোগ স্থাপন করতে চাই, যাতে সমাজের সকল তথ্য পুলিশের কাছে চলে আসে ।

তিনি বলেন, স্কুল-কলেজে মেয়েদের বিভিন্ন সময়ে ইভটিজিং করা হয়। আমরা ওই সকল ইভটিজারদের নাম চাই, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ভূমিদস্যুতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা সবাই মিলে একসাথে সুন্দর বক্তাবলী ইউনিয়ন গড়ে তুলতে চাই।

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, বক্তাবলী ইউনিয়ন চেয়ারম্যান মো. শওকত আলী, বিশেষ শাখা (ডিএসবি)’র ডিআইও-টু সাজ্জাদ রোমন প্রমূখ।

১৪ সেপ্টেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে