NarayanganjToday

শিরোনাম

কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন এসপি হারুন


কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন এসপি হারুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিনে কেক কেটে দিনটি উদযাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশের অন্যান্য সদসদের সাথে পুলিশ সুপার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওই কেক কাটেন।

এসময় এসপি হারুন বলেন, প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। এভাবে চলতে থাকলে খুব শিগগিরই আমরা উন্নতে দেশের কাতারে চলে যাবো। আর এ জন্য দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই। আমরা চাই তিনি দীর্ঘজীবি হোন। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। বিশ্বদরবারে জায়গা করে নিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-টু সাজ্জাদ রোমন প্রমূখ।

২৮ সেপ্টেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে