NarayanganjToday

শিরোনাম

সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর : এসপি


সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর : এসপি

শহরের হাজীগঞ্জ এলাকার পুলিশ বক্স উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে তিনি এই পুলিশ বক্সটির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেছেন, মানুষের নিরাপত্তার স্বার্থে এই পুলিশ বক্সে নিয়োজিত পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করবে। মানুষকে সেবা দিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ সুপার আরও বলেন, সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সেই লক্ষ্যে উক্ত পুলিশ বক্সটি সার্বক্ষণিক একজন সিনিয়র অফিসারের মাধ্যমে মনিটরিং করা হবে এবং দিন ও রাতে পালাক্রমে এখানে পুলিশ অবস্থান করবে।

এসময় উপস্থিত ছিলেন, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

২৯ সেপ্টেম্বর, ২০১৯/এসপি/এনটি

উপরে