বিষয়:
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ০২:১০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ১২:১০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ১২:১০ পিএম
নারায়ণগঞ্জ টুডে
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ অভয় দিয়ে বলেছেন, আমাদের প্রতি আপনাদের একটা ভালোবাসা আছে। সেটা বুঝি। হয়তো ভয়ে তা প্রকাশ করতে পারেন না। কোথায় যেন একটা ভয় কাজ করে। সেই ভয় রাখার দরকার নেই। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই।
শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে নগরের চাষাড়া শহীদ মিনারে দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মের দরিদ্র ও দুঃস্থদের মাঝে জেলা পুলিশের পক্ষে বস্ত্র বিতরণকালে ওই কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, যদি আপনি মনে করেন, আপনার জমি, পূজার জায়গা, বাড়ি কেউ কেড়ে নিচ্ছে, অত্যাচার নির্যাতন করছে, সন্ত্রাসী ভয় দেখাচ্ছে, বাড়ির পাশে কেউ মাদক ব্যবসা করছে, যদি এটা মনে হয় তাহলে স্বাচ্ছন্দে, নির্দ্বিধায় থানায় চলে যাবেন। যদি ওসি সাহেব ব্যবস্থা না নেয়, আমার অফিসে চলে আসবেন। ভয় পাবেন না। জেলা পুলিশ আপনাদের পাশে আছে।
তিনি বলেন, আমরা আপনাকে এই নিশ্চয়তাটুকু দিতে চাই। সাধারণ মানুষের অধিকারটুকু দিতে চাই। আপনি এতদিন চোখ বুজে গোপনে যে কান্না করেছেন, সন্ত্রাসীদের ভয়ে কথা বলতে পারেন নাই। আমরা শুধু সেই অভয়টুকু দিচ্ছি। ভয় পাবেন না। ভয় পাওয়ার দিন শেষ। আমরা সেটা কতটুকু করতে পেরেছি, তা জানি না। তবে আমরা চেষ্টা করছি। আপনাদের পাশে আমরা আছি।
এসপি বলেন, নারায়ণগঞ্জের সব এমপি-মন্ত্রীর সাথে আমাদের সখ্যতা রয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ২০ লাখ, ত্রিশ লাখ টাকা করে বিভিন্ন পূজা মন্ডপে দিয়েছেন। এটা নিঃসন্দেহে ভালো। এমন যদি দেশের প্রতিটি অঞ্চলে হতো, তাহলে অনেক বেশি ভলো হতো।
৫ অক্টোবর, ২০১৯/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :