বিষয়:
প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ১০:০৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ০৫:৫১ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ০৫:৫১ পিএম
নারায়ণগঞ্জ টুডে
“রাজনৈতিক পরিচয়ে কোনো নেতা অন্যায়, অত্যাচার নির্যাতন করলে সোজা আমার অফিসে চলে আসবেন। আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব সে যত বড় নেতাই হোক। ভয় পাবেন না। আমি আপনাদের পাশি আছি।”
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে ওই কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ।
তিনি বলেন, “মা দূর্গা তার দশ হাত দিয়ে যেভাবে অসুরকে দম করেছেন। ঠিক সেভাবেই দশহাত দিয়ে সমাজের যত অসুর আছে তাদের দমন করতে হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে দমন করতে হবে।”
পুলিশ সুপার আড়াইহাজার উপজেলার কালী বাড়ি পোদ্দার বাড়ি পূজা মন্ডপ, বালিয়াপাড়া পূজা মন্ডপ, রূপগঞ্জ উপজেলাধীন ভূলতা পূজা মন্ডপ, গোলাকান্দাইল উত্তর দাস পাড়া পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তার সাথে নারায়ণগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ অক্টোবর, ২০১৯/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :