NarayanganjToday

শিরোনাম

কাঁচাপাট বাজার স্থিতিশীল রাখার বিষয়ে বিজেএ’র জরুরী সভা


কাঁচাপাট বাজার স্থিতিশীল রাখার বিষয়ে বিজেএ’র জরুরী সভা

বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া বলেছেন, কাঁচাপাটের বাজার স্থিতিশীল রাখতে নারায়ণগঞ্জের পাট রপ্তানিকারকরা সর্বাত্মক চেষ্টা করছেন। তবে রপ্তানির উপর কোন ধরনের শুল্ক আরোপ তারা মানবেন না, যেহেতু তারা সোর্স ট্যাক্স দিচ্ছেন। দেশে কাঁচাপাটের কোনো ঘাটতি না থাকলেও লাইসেন্স ছাড়াই কিছু ব্যক্তি কাঁচাপাট মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছে। কাঁচাপাট রপ্তানি বন্ধের ষড়যন্ত্রে বিজেএমসি ও বিজেএসএ দায়ী।’

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জুট এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এসব দাবিসহ নানা অভিযোগ তুলে ধরেন।

কাঁচাপাটের বাজার স্থিতিশীল রাখার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) পরামর্শে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে রপ্তানিকারকদের বাস্তবভিত্তিক মার্কেট রিপোর্ট কমিটি গঠনের লক্ষ্যে  সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমন ভূঁইয়ার নের্তৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

এছাড়াও তিনি কাঁচাপাট মজুদ ও চোরাচালন বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দাবি করেন, পাটের বাজার স্থিতিশীল করতে মজুদদার ও চোরাচালানি চক্রেকে ভেঙ্গে দিতে হবে। নতুবা বাজার স্থিতিশীল হবে না। কৃষকরা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন বাজার মূল্যে কাঁচাপাট ক্রয় করবে বলেও জানান তিনি।

উপরে