NarayanganjToday

শিরোনাম

সেলিম ওসমানই সভাপতি


সেলিম ওসমানই সভাপতি

টানা ষষ্ঠ বারের মত বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম ওসমান। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি বিকেএমইএ পরিচালনা পর্ষদে ২০২১-২৩ মেয়াদে সভাপতি নির্বাচিত হোন।

৩৫ সদস্যের এই পরিচালনা পর্ষদে নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি পদে মনসুর আহমেদ নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, আখতার হোসেন অপূর্ব ও আশিকুর রহমান। এছাড়া সহ-সভাপতি(অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল। ১১ অক্টোবর বিকেএমইএ ঢাকা কার্যালয়ে ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতৃবৃন্দেও নাম ঘোষণা করা হয়।

বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে ১৪ আগস্ট  নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠিত হয় । ১৭ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ ছিলো ৩ ও ৪ অক্টোবর। ৩ অক্টোবর কোনো উদ্যোক্তা মনোনয়নপত্র সংগ্রহ না  করলেও ৪ অক্টোবর সম্মিলিত নীট ফোরামের পক্ষে ৩৫ টি মনোনয়নপত্র সংগ্রহ করেন নীট ফোরামের সদস্যবৃন্দ এবং নির্ধারিত দিন ৭ অক্টোবর তা নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দেন। ১০ অক্টোবর ৩৫ জনকে চূড়ান্ত মনোনিত প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচন বোর্ড।

 ৩৫ টি পদের বিপরীতে শুধুমাত্র ৩৫ টি মনোনয়নপত্র জমা পড়েছে সেহেতু ১২ নভেম্বর ভোট গ্রহণের কথা থাকলেও বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৭ ধারা অনুযায়ী তার প্রয়োজন পড়ে না। ফলে বিধি অনুযায়ী ১১ অক্টোবর সভাপতি (১জন), নির্বাহী সভাপতি (১ জন), সিনিয়র সহ-সভাপতি (১ জন), সহ-সভাপতি (৫ জন) এবং সহ-সভাপতি (অর্থ) (১ জন) সহ মোট ৯ টি পদে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও উক্ত ৯ টি পদের বিপরীতে শুধুমাত্র ৯ টি মনোনয়নপত্র জমা পড়ায় ধারাবাহিক ভাবে তারা নির্বাচিত হন।

এই পর্ষদে ২৬ জন পরিচালকের মধ্যে রয়েছেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো.কবির হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূও ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদেও তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদ উল্লাহ, আসাদুল ইসলাম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান ও হারুন অর রশিদ।

বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১-২৩) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী। সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সোলায়মান ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল।

একই সাথে এফবিসিসিআই এর সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা চেয়ারম্যান, এনসিসিআই এর সাবেক সহ-সভাপতি রাশেদ সারোয়ার এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু সদস্য হিসেবে নির্বাচনী আপিল বোর্ডের দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, বিকেএমইএ’র‘এজিএম-২০২১’ এ পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ২৭ থেকে ৩৫ জনে উন্নীত করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং তা বাণিজ্য মন্ত্রণালয় হয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি’র মাধ্যমে মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে অনুমোদিত হয়। এরই প্রেক্ষাপটে বিকেএমইএ পরিচালনা পর্ষদের ৩৫ টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে।

উপরে