NarayanganjToday

শিরোনাম

ব্যাংক বন্ধের বিষয়টি অপপ্রচার : লিপি ওসমান


ব্যাংক বন্ধের বিষয়টি অপপ্রচার : লিপি ওসমান

বাংলাদেশের সকল ব্যাংক বন্ধ হয়ে যাবে বিষয়টিকে 'অপপ্রচার' বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

১৪ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত সেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক সাধারণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নারায়ণগঞ্জ।

তিনি বলেন, ইউটিউবে দেখলাম বাংলাদেশের সকল ব্যাংকের টাকা লুটপাট হয়ে যাচ্ছে। টাকা পয়সা নাকি তুলে নিয়ে যাচ্ছে। মানুষের কনফিডেন্সকে দূর্বল করার জন্য মানুষ সব সময় বেকাতেড়ার পথ আশ্রয় নেয়। কিন্তু সত্য তো সামনে আসবেই। অবশেষে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি দিয়েছে সব রটনা। এগুলা সব অপপ্রচার।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. রহিমা আক্তার, সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম, সাবেক জেলা পরিষদের সদস্য এড. নুরজাহানসহ প্রমুখ।

উপরে