NarayanganjToday

শিরোনাম

না.গঞ্জে টাটা প্যাসেঞ্জার কারের শো-রুম উদ্বোধন


না.গঞ্জে টাটা প্যাসেঞ্জার কারের শো-রুম উদ্বোধন

নারায়ণগঞ্জে টাটা প্যাসেঞ্জার কারের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় চাষাঢ়া আর্মি মার্কেটে স্থাপিত শো-রুমটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, টাটা মটরস্ এর ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কার ডিভিশনের কান্ট্রি ম্যানেজার সুমন্ত ভট্টাচার্য, নিটল মটরস্ লি: এর জেনারেল ম্যানেজার(সেলস্) তানবীর শহিদ রতন।

সভাপতিত্ব করেন মালিহা এন্টাপ্রাইজের সত্ত্বাধিকারী মুক্তার হোসেন। প্রথমে ফিতা কেটে শো-রুমটি উদ্বোধন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য কুপন ড্র অনুষ্ঠিত হয়। 

২৬ জুলাই, ২০১৮/এসপি/এনটি

উপরে