বিষয়:
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৮, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৮, ০৩:১৬ পিএম
নারায়ণগঞ্জ টুডে
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৮, ০৩:১৬ পিএম
নারায়ণগঞ্জ টুডে
একবার এক সাক্ষাৎকারে সাংসদ সেলিম ওসমান জানিয়েছিলেন বায়তুল মোকারমের কাছে মুরগি বিক্রি করার গল্প। এতে তিনি কখনোই লজ্জিত বোধ না করে গর্ববোধই করেন। তিনি কর্ম করেছেন। তাইতো অন্যদেরও উৎসাহ দেন ব্যবসায় মনোযোগি হতে। নিজ উদ্যোগে সাবলম্বী হতে।
সাংসদ সেলিম ওসমান প্রায় সময় নিজেকে কৃষক হিসেবেও দাবি করে বিভিন্ন সভা সমাবেশেও বক্তব্য রেখেছেন। হাঁস, গরু, ছাগল পালনও তিনি করেন, সে গল্প বহুবারই শুনিয়েছেন মানুষকে। এবার এই কৃষক সেলিম ওসমান বিক্রি করেছেন ৩ কোটি টাকার গরু। নিজেরে খামারে লালন পালন করা গরু তিনি বিক্রি করেছেন রোববার (১৯ আগস্ট)। এদিন তিনি ২‘শ গরু বিক্রি করেন। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
প্রতিটি গরু ওজনে সর্বনি¤œ প্রায় ৬ মণ থেকে ১১ মণ পর্যন্ত। ওজনের ৫৫ শতাংশ মাংস হিসেবে ৫০০ টাকা কেজি দরে এসব গরু বিক্রি করা হয়েছে। সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে নিজস্ব ফার্মে এসব গরু পালন করে কোরবানি দেওয়ার উপযুক্ত করে তোলা হয়েছে।
প্রসঙ্গ, ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত এমপি সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর অভ্যন্তরে থ্রি স্টার ফার্ম হাউজ নামে একটি ডেইরী ফার্ম এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে প্রায় ৩০ একর জমি নিয়ে ফাইভ স্টার ফার্ম নামে আরো একটি ফার্ম হাউজ রয়েছে। যেখানে তিনি প্রায় ৭’শ গরু, ৬’শ ছাগল, ৪’শ ভেড়া এবং বিভিন্ন প্রজাতির ২ লাখ ৫০ হাজার মাছ দেড় যুগ করে চাষ করে আসছেন।
এছাড়াও আম, কাঠাল, জাম, নারিকেল, সহ সকল ধরনের ফল এবং ধান, গম থেকে শুরু করে সকল ধরনের সবজি চাষাবাদ করে থাকেন।
প্রায় ৩ কোটি টাকা মূল্যে গরু বিক্রি সম্পর্কে সেলিম ওসমান জানান, তার কৃষিখাত থেকে বছরে যে অর্থ উপার্জিত হয় তার সম্পূর্ন টাকাই তিনি সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন। বিগত দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা, ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা তিনি তাঁর কৃষিখাত থেকে উপার্জিত অর্থ থেকে প্রদান করেছেন।
১৯ আগস্ট, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :