NarayanganjToday

শিরোনাম

সাংসদ সেলিম ওসমানের আবদার


সাংসদ সেলিম ওসমানের আবদার

বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশন এর পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে সাধারণ গ্রুপে এম সোলায়মান এবং অ্যাসোসিয়েট গ্রুপে মাহফুজুর রহমান এর নেতৃত্বাধীন পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন ব্যবসায়ী নেতা এমপি সেলিম ওসমান।

বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় শহরের চাষাড়ায় গ্র্যান্ড হল গ্রাউন্ডে বাদশা টেক্সটাইল মিলস লিমিটেড এর আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে ওই আহ্বান করেন তিনি।

এ সময় উপস্থিত সকল ব্যবসায়ীরা  বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব বেছে নিতে সাংসদের কাছে পরামর্শ চাইলে তিনি এম.সোলায়মান নেতৃত্বাধীন পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান রাখেন।

এমপি সেলিম ওসমানের পাশাপাশি এম সোলায়মান নেতৃত্বাধীন প্যানেলকে বিজয়ী করার আহবান জানিয়েছেন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী।

পাশাপাশি  বাংলাদেশে ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, মেট্টো গ্রুপের স্বত্বাধিকারি অমল কুমার পোদ্দার, সহ অন্যান্য নেতৃবৃন্দরা সাধারণ গ্রুপে এম সোলায়মান এবং অ্যাসোসিয়েট গ্রুপে মাহফুজুর রহমান মাহফুজ নেতৃত্বাধীন প্যানেলকে বিজয়ী করার আহবান রাখেন।

২১ জুন, ২০১৯/এসপি/এনটি

উপরে