NarayanganjToday

শিরোনাম

করোনা কেড়ে নিল কাইশ্যার প্রাণ


করোনা কেড়ে নিল কাইশ্যার প্রাণ

সব বয়সীদের জনপ্রিয় এক নাম ‘কাইশ্যা’।যাকে বাংলাদেশের মানুষ কাইশ্যা নামেই চেনেন।কিন্তিু তিনি জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা। এই কমেডিয়ান আর নেই। 

রোববার জাপানের টোকিওর একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জাপান টাইমস জানিয়েছে, কেন শিমুরা ২০ মার্চ নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা নিয়ে ভর্তি হন। পরবর্তীতে পরীক্ষার পর ২৩ তারিখ তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।জাপানের বিনোদন জগতের লোকদের মধ্যে তারই প্রথম করোনা ভাইরাস শনাক্ত হন। করোনা ধরা পড়ার এক সপ্তাহ পরই মারা গেলেন ।তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

৩০ মার্চ,২০২০/এমএ/এনটি

উপরে