NarayanganjToday

শিরোনাম

অগ‌চো‌রে যাত্রা শুরু ওঠান পিক্সরু‌মের


অগ‌চো‌রে যাত্রা শুরু ওঠান পিক্সরু‌মের

প্রথম নিবেদন `অগোচর` এর মধ্য দিয়ে শুরু হচ্ছে বিনোদন ভিত্তিক ইউটিউব চ্যানেল `উঠান পিক্সরুম`। অভিনেতা ও নির্মাতা শোয়েব মনিরের উঠান পিক্সরুমে পর্যায়ক্রমে আসবে রোমাঞ্চকর নাটক, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও।

রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় উঠান পিক্সরুমের প্রথম কনটেন্ট `অগোচর` প্রকাশিত হবে। তরুণ নির্মাতা নাবিল হাসান নির্মাণে হাসান ইনামের বাস্তবমুখী গল্প `অগোচর`। এ গল্পে রয়েছে শহরের চাওয়ালা সুলতানের কথা, রাজনীতি, খুন, অসহায়ত্বের আড়ালে জেগে থাকা এক মানুষের কথা।

`অগোচর` এ অভিনয় করেছেন, নাসির উদ্দিন খান, শোয়েব মনির, সিয়াম নাসির, ইব্রাহীম, ইশতিয়াক, কলিন্স, শান্ত ও আরো অনেকে। এছাড়া চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাবিল হাসান, চিত্রগ্রাহক, সম্পাদক ও রঙবিন্যাস করেছেন সায়িম, শব্দ কারিগর হিসেবে ছিলেন মাহফুজ ইমন এবং প্রযোজক পুলক হক।

উপরে