NarayanganjToday

শিরোনাম

জীবনবৃত্তান্ত লিখতে সহায়তা করবে লিংকডইন


জীবনবৃত্তান্ত লিখতে সহায়তা করবে লিংকডইন

আকর্ষণীয় ও গোছালো জীবনবৃত্তান্ত তৈরি করতে চান? এ কাজে আপনাকে সাহায্য করবে লিংকডইন। সম্প্রতি রিজউম অ্যাসিস্ট্যান্ট নামের একটি ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি, যা মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি সমর্থন করবে।

মাইক্রোসফট ওয়ার্ডে জীবনবৃত্তান্ত লেখার সময় কাঙ্ক্ষিত পদ ও খাত নির্বাচন করলেই রিজউম অ্যাসিস্ট্যান্ট লিংকডইন ইনসাইটস থেকে লাখো উদাহরণ হাজির করবে। ওই পদের বিভিন্ন পেশাদার ব্যক্তিরা যেভাবে তাঁদের জীবনবৃত্তান্ত সাজিয়েছেন, তা দেখে নেওয়া যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন চাকরির খোঁজ করা যাবে। ওই চাকরির জন্য দরকারি যোগ্যতা ও সে অনুযায়ী জীবনবৃত্তান্ত সাজানোর পরামর্শও মিলবে। সম্প্রতি লিংকডইনের এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়।

রিজউম অ্যাসিস্ট্যান্টের মধ্যে ব্যবহারকারীরা ‘ওপেন ক্যানডিডেটস’ নামের একটি অপশন পাবেন। এ ফিচার চালু থাকলে নিয়োগদাতারা চাকরিপ্রার্থীর ইচ্ছার বিষয়টি বুঝতে পারবেন। মাইক্রোসফট ইনসাইডারস প্রোগ্রাম ব্যবহারকারীদের জন্য এ সুযোগ চালু হয়েছে। অফিস ৩৬৫ সাবসক্রাইবারদের জন্য ফিচারটি শিগগিরই চালু করার কথা ভাববে মাইক্রোসফট। তথ্যসূত্র: আইএএনএস

উপরে