প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৯, ০১:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০১৯, ১২:৫৬ পিএম
বিনোদন ডেস্ক
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০১৯, ১২:৫৬ পিএম
বিনোদন ডেস্ক
অরু আদার লাভ' নামের মালয়লাম ছবিটি দিয়ে আলোচনায় আসেন প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। গতকাল বুধবার ছবিটির একটি ভিডিও প্রকাশ করে নির্মাতা পক্ষ। এতে দেখা গেছে, ছবির নায়ক রোশন চুম্বন করছেন প্রিয়া প্রকাশকে।
ভিডিওটি প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই ৪ লাখ ৬০ হাজার বারের বেশি দেখা হয়। ফেসবুকে-ইউটিউবে ভিডিওটি নিয়ে ট্রলও করা হচ্ছে। সমালোচকদের দাবি, এমন আবেগঘন দৃশ্যে প্রিয়ার মুখে কোনো অভিব্যক্তিই ছিল না। সে অভিনেত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। এ দৃশ্যটিকে তারা বিরক্তিকর বলে আখ্যা দিয়েছেন।
'অরু আদার লাভ' ছবিটি পরিচালনা করেছেন ওমর লুলু। এতে আরও অভিনয় করেছেন সিয়াদ শাজাহান ও নুরিন শিরেফ।
৭ ফেব্রুয়ারী,২০১৯/এমএ/এনটি
আপনার মতামত লিখুন :