NarayanganjToday

শিরোনাম

বর বেশে প্রীতম, কনে সাজে আবারও মিথিলা!


বর বেশে প্রীতম, কনে সাজে আবারও মিথিলা!

গায়ক প্রীতম আহম্মেদ আর অভিনেত্রী মিথিলা, দুজনই বর-কনে বেশে বিয়ের স্টেজে! এমন একটি ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এমন ছবি দেখেতো সবারই চোখ ছানাভরা! সবারই প্রশ্ন ছিলো, মিথিলা কী তবে আবারও বিয়ে করলেন?

না, মিথিলা বিয়ে করেননি। খবর নিয়ে জানা গেলো, জানা গেল, তারা ভালোবাসা দিবসে বর-কনে সেজে ছিলেন ঠিকই, কিন্তু বিয়েটা সত্যি সত্যি বিয়ে নয়। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এমন সাজতে হয়েছে তাদের। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘অবশেষে ভালোবেসে’। আহমেদ জামান শিমুলের চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করছেন ফরহাদ আহমেদ।

প্রীতম আহমেদ বলেন, ‘অভিনয়টা খুব কষ্টের কাজ। এরচেয়ে গান করা সহজ। দুই দিন শুটিং করেছি। অফনেক পরিশ্রম হয়েছে, গল্পটা অনেক দারুণ ছিল, আমার মনে হয় আমাদের এই পরিশ্রম সার্থক হবে। সবার ভালো লাগবে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি।’

পরিচালক ফরহাদ আহমেদ জানান, বিশেষ এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে আলফা আই-এর প্রযোজনায়। এটি শিগগিরই মুক্তি পাবে ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপ অরিজিনালস-এ।

১৫ ফেব্রুয়ারি, ২০১৯/এসপি/এনটি

উপরে