আমির খানের ছেলে জুনাইদ খানের বলিউডে পা রাখার কথা ছিলো আমিরের পরবর্তী ছবি ‘লাল সিং চড্ডা’ দিয়ে। এই ছবি হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গ্রাম্প’ এর হিন্দি রিমেক।
কিন্তু শোনা যাচ্ছে, ছেলের অভিনয় দেখে খুইশ নন আমির খান। তাই এই ছবি থেকে বাদ গেছেন জুনাইদ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বয়ং আমিরকে। তবে ছেলে জুনাইদকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে নেবেন বলে ঠিক করেছিলেন আমির। এর জন্য জুনাইদ নিজেকে বেশ কিছুদিন ধরে তৈরিও করছিলেন। জুনাইদের কয়েকটা দৃশ্যও শুট করা হয়। কিন্তু আমিরের প্রত্যাশা অনুযায়ী অভিনয় করতে পারেননি জুনাইদ।
আমির আগেই জানিয়েছেন, তারকা সন্তান বলে তার ছেলে-মেয়ে কোনোদিনই আলাদা সুবিধা পাবেন না। তিনি জানিয়েছেন অন্যদের মত তাদরেরও অডিশন দিয়ে স্ক্রিন টেস্ট পাস করতে হবে। এমনটি তার হোম প্রডাকশনে কাজ করতে হলেও তাদেরকে অডিশন পাস করতে হবে। আমির আরও জানিয়েছেন তার ছেলে জুনাইদ ও মেয়ে ইরা দুজনেই বলিউডের সঙ্গে যুক্ত হতে চান। এতে আমিরের আপত্তি নেই। কিন্তু তারা যদি নিজেকে প্রমাণ না করতে পারেন তাহলে আমি তাদের পাশে থাকবেন না।
০৮জুন,২০১৯/এমএ/এনটি
আপনার মতামত লিখুন :