NarayanganjToday

শিরোনাম

বোল্ড সিন করতে পারেন বরুণ ধাওয়ানের সঙ্গে।


বোল্ড সিন করতে পারেন বরুণ ধাওয়ানের সঙ্গে।

করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু-করার পর থেকেই দর্শকের নজর কেড়েছেন অনন্যা পান্ডে। তাঁকে নিয়ে দর্শকের এখন বেশ উৎসাহ। সম্প্রতি একটি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ক্রাশ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

কয়েকদিন আগে কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশের পর এবার অনন্যা জানিয়েছেন, বোল্ড সিন করতে পারেন বরুণ ধাওয়ানের সঙ্গে। কারণ বরুণকে তাঁর দারুণ হট লাগে।

তিনি বলেছেন, ‘আমার বহু ক্রাশ রয়েছে। তবে উষ্ণ দৃশ্যে অভিনয় করতে পারি বরুণের সঙ্গে। ওকে দারুণ হট লাগে।’

এরপর তাঁকে জিগ্গেস করা হয় ঈশান খট্টর ও কার্তিক আরিয়ান দুজনেই একসঙ্গে এক সময়ে ডেট-এ যেতে চাইলে কার সঙ্গে যেতে চান অনন্যা। ঈশানের জায়গায় কার্তিককেই বেছে নিয়েছেন নতুন নায়িকা।

০৯জুন,২০১৯/এমএ/এনটি

উপরে