NarayanganjToday

শিরোনাম

অভিনেতা অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ আর নেই


অভিনেতা অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ আর নেই

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে দ্বীপের মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার জানান, ভোররাতে তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের নিজ বাসায় আত্মহত্যা করেন।

দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, আমরা জেনেছি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। উল্লেখ্য, অনেক দিন ধরেই মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন দ্বীপ। কিছুদিন আগেও দ্বীপের ‘ভালবাসি তোমায়’ গানটি প্রকাশ হয়। গানটি থেকে ভালো সাড়াও পেয়েছিলেন তিনি।

গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করতেন। ভাই অপূর্ব অভিনীত অনেক নাটকেরও আবহ করেছিলেন দ্বীপ।

১৩ জুন,২০১৯/এমএ/এনটি

উপরে