NarayanganjToday

শিরোনাম

এই মডেলকে বাক্সে ভরে ২০ কোটি টাকা বিক্রির চেষ্টা


এই মডেলকে বাক্সে ভরে ২০ কোটি টাকা বিক্রির চেষ্টা
কোলে এলিন

ইতালির মিলান শহর থেকে অপহরণ করে যৌনদাসী হিসেবে বিক্রি করার চেষ্টা করা এক মডেলকে। কোনোক্রমে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়ে, তিনি যখন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন, তখন চোখ ছানাবড়া হয়ে যায় অন্যদের।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানায়, ফটোশুটের নাম করে কোলে এলিন নামে এক মডেলকে প্রথমে একটি স্টুডিওতে ডাকা হয়। এরপর ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়া হয় তাকে। এরপরই শুরু হয় কোলেকে যৌনদাসী হিসেবে বিক্রি করে দেওয়ার চেষ্টা। অজ্ঞান করার পর একটি বড় বাক্সে ভোরে তাকে গাড়িতে তোলা হয়। একটি গোলাপী রঙের শুট এবং মোজা পরিয়ে হাত-পা বেঁধে দেওয়া হয় ওই মডেলের। 

জ্ঞান ফেরার পর বুঝতে পারেন তার হাত-পা শক্ত করে বাঁধা এবং মুখও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মাত্র বাক্সের একটি ফাঁক দিয়ে তার নিঃশ্বাস চলতে শুরু করে।

মিলান থেকে উত্তর ইতালির একটি গ্রামে নিয়ে যাওয়া হয় কোলেকে। এরপর ২০ কোটিতে তাকে বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু এসবের মাঝে গোটা বিষয়টি পুলিশের কানে চলে যায়। উত্তর ইতালির তল্লাশি চালিয়ে এরপর কোলেকে উদ্ধার করে পুলিস।  

৯ ফেব্রুয়ারি, ২০১৮/এসপি/এনটি

উপরে