ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কালিম্পংয়ে গিয়েছিলেন পার্নো মিত্র। সেখানে এক বাংলোয় ওঠেন তাঁরা। সেই বাংলোর বাথরুমে পড়ে গিয়ে মারা যান পার্নো মিত্র।
কী ভাবছেন? না, সত্য ঘটনা নয়। গোটাটাই চিত্রনাট্যের অংশ মাত্র।
নতুন হরর ছবি পরিচালনা করছেন হরনাথ চক্রবর্তী। সেই ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী এবং পার্নো মিত্র। রয়েছেন রঞ্জিত মল্লিকও। চিত্রনাট্য অনুযায়ী নামজাদা চিত্রনাট্যকারের ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন পার্নো।
নিরিবিলি জায়গায় বসে চিত্রনাট্য লিখতে চান ঋত্বিক। সেই মর্মেই কালিম্পং যাওয়া। কিন্তু যে বাংলোয় তাঁরা উঠেছিলেন জনশ্রুতি সেটি ভূত বাংলো। ঋত্বিকের ওসবে বিশ্বাস না থাকলেও, ভূতে চরম ভয় পান পার্নো। এবং সেকারণেই মৃত্যু হয় পার্নোর।
পার্নোর মৃত্যুর তদন্তে নামেন পুলিশ সুপার রাজেন মিত্র। এই চরিত্রে অভিনয় করছেন রঞ্জত মল্লিক। এখান থেকেই শুরু হয় গল্প। রয়েছে প্রচুর টুইস্ট। হরনাথের দাবি, ক্লাউইম্যাক্সে গিয়ে পুরো গল্পটাই ঘুরে যাবে। শনিবার থেকেই শুরু হল সিনেমার শুটিং। সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
১৬জুন,২০১৯/এমএ/এনটি
আপনার মতামত লিখুন :