NarayanganjToday

শিরোনাম

বইমেলায় শরীফ হোসেনের ‘কবিতা তোমার জন্য’ কাব্যগ্রস্থ


বইমেলায় শরীফ হোসেনের ‘কবিতা তোমার জন্য’ কাব্যগ্রস্থ

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে শরীফ হোসেন সেলিমের ‘কবিতা তোমার জন্য’ কাব্যগ্রন্থ। উচ্ছ্বাস প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

কবি শরীফ হোসেন সেলিম নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সন্তান। তার পিতা ডা. বজলুল রশীদ পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। দাদা ছিলেন একজন সঙ্গীতপ্রিয় মানুষ, প্রায় সময় পরিবারের সাথে দোতরা বাজিয়ে  গান করতেন। দাদার সাথে ছন্দ মিলিয়ে গানের সুর করা দেখে দেখে শরীফ হোসেন সেলিম ছন্দ মিলিয়ে বাক্য তৈরির অভ্যাস গড়ে ওঠে। সেই থেকে শখের বসে লেখালেখি শুরু করেন বলে জানান শরীফ হোসেন।

১৯৯৪ সালে সোনারগাঁয়ের মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন থেকে এসএসসি পাস করেন। পরে ভর্তি হন সরকারি তোলারাম কলেজে। দাদা, বাবা, চাচাকে হারিয়ে সংসারের ভার কাঁধে নিয়ে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরব। দীর্ঘ সময় প্রবাস জীবন শেষে দেশে ফেরেন। বর্তমানে ব্যবসার পাশাপাশি কাব্যচর্চা করছেন। ‘কবিতা তোমার জন্য’ কাব্যগ্রন্থটি তার প্রথম প্রকাশিত বই।

উপরে