NarayanganjToday

শিরোনাম

যৌ’ন উত্তেজক পিল খেয়ে চাহিদা পূরণ না করতে পেরে তরুণীর মৃত্যু


যৌ’ন উত্তেজক পিল খেয়ে চাহিদা পূরণ না করতে পেরে তরুণীর মৃত্যু

কামবর্ধক নানা ট্যাবলেট আর তেলের বিজ্ঞাপন অনেকে দেখেছেন সংবাদপত্র আর টেলিভিশনে।

কৌতুহলী হয়ে হয়তো ভেবেছেন, কী হয় এসব ওষুধ খেলে?

কিন্তু এইসব ওষুধ সেবনের পরিণতি কতখানি মর্মান্তিক হতে পারে তা আপনি জানতে পারবেন এই তরুণীর কাহিনী পড়লে।

ঘটনাস্থল ইংল্যাণ্ডের ম্যানচেস্টার। গত রবিবার রাত্রে ‘ডোন্ট লেট ড্যাডি নো’ নামের একটি ক্লাবে একটি উইক-এন্ড পার্টির আয়োজন করেছিলেন একদল তরুণ-তরুণী। সেই পার্টিতেই ‘মাস্টার কার্ড’ নামের একটি কামবর্ধক পিল খান এক তরুণী। পরদিন ভোরবেলা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

তদন্তকারী অফিসারদের তরফে তরুণীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাঁরা মনে করছেন, ওই সেক্স-পিল সেবনের ফলেই মৃত্যু হয়েছে তাঁর।

ডাক্তাররা বলছেন, এই ধরনের ওষুধ শরীরের উত্তেজনা ও রক্তচাপ এতখানি বাড়িয়ে দেয় তৎক্ষনাৎ তা নিয়ন্ত্রণ করা না গেলে হার্ট অ্যাটাক এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। ওই পার্টিতে আরও যাঁরা ওই পিল খেয়েছিলেন তাঁদেরও শারীরিক অবস্থার ওপরও নজর রাখা হয়েছে।

২৩মে,২০১৯/এমএ/এনটি

উপরে