NarayanganjToday

শিরোনাম

শীতলক্ষ্যায় ভাসলো ‘কদম রসূল’ উদ্বোধন করলেন সেলিম ওসমান


শীতলক্ষ্যায় ভাসলো ‘কদম রসূল’ উদ্বোধন করলেন সেলিম ওসমান

দুই পাড়ের মানুষের মধ্যে সহজতর এবং উন্নত যোগাযোগের লক্ষ্যে দীর্ঘ প্রতিক্ষার পর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে ‘কদম রসূল’ নামে ফেরি সার্ভিস।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরের দিকে হাজিগঞ্জ থেকে নবীগঞ্জ ঘাট দিয়ে চলাচলের জন্য ‘কদম রসূল’ নামে এই ফেরি সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান।

উদ্বোধন শেষে জন সাধারণের জন্য ফেরি সার্ভিসটি উন্মুক্ত করে দেয়া হয়েছে। যানবাহন সমেত এখন থেকে এপাড় ওপাড়ের মানুষ সহজতর যাতায়াত করতে পারবে। নিজস্ব গাড়ি নিয়েও এখন থেকে এই রুট দিয়ে যাতায়াত করতে পারবে মানুষ।

এর আগে সাংসদ সেলিম ওসমানের মেইল থেকে প্রেরিত এক বার্তায় জানানো হয়েছিলো, বৃহস্পতিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে এই ফেরি সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া নগরীর ৫ নং খেয়াঘাট থেকে ময়মনসিংহ পট্টির ফেরি সার্ভিস ঈদের পরপরই উদ্বোধনের ঘোষণা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে ফেরী সার্ভিস চালু হলে সোনারগাঁও, আড়াইহাজার উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর হয়ে উঠবে বলে মনে করছেন উক্ত রুটে যাতায়াতকারীরা। অপরদিকে ৫নংঘাট টু ময়মনসিংহপট্টি দিয়ে ফেরী সার্ভিস চালু হলে উপকৃত হবে প্রতিদিন বন্দর থেকে নারায়ণগঞ্জে যাতায়াতকারী লাখো মানুষ। একই সাথে শহরের সাথে বন্দরের ব্যবসায়িক যোগাযোগ আরো সহজ হবে।

১৪ জুন, ২০১৮/এসপি/এনটি 

উপরে