NarayanganjToday

শিরোনাম

এবার ঈদের আগেই বন্দর ঘাটে চালু হচ্ছে ফেরি সার্ভিস


এবার ঈদের আগেই বন্দর ঘাটে চালু হচ্ছে ফেরি সার্ভিস

ঈদুল আযাহার আগেই বন্দর ঘাটে ফেরি চলাল শুরু হতে যাচ্ছে বলে ইংগিত দিয়েছেন সাংসদ সেলিম ওসমান। সব কিছু ঠাকঠাক থাকলে এবারের ঈদের আগেই বন্দরের সাথে শহরের যোগাযোগ সহজতর করার জন্য এই ফেরি উদ্বোধন হতে পারে।

শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে ৫নং ঘাট ও বন্দর খেয়াঘাট পরিদর্শন শেষে এমন আশার কথাই জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

তিনি জানিয়েছেন, “ফেরি চলাচলের জন্য ৫নং খেয়াঘাট থেকে বন্দর খেয়াঘাটে ময়মনসিংহপট্টি দিয়ে  উপযুক্ত রাস্তা নির্মাণ আগেই সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ফেরিও চলে এসেছে। অপেক্ষা ছিলো জেটি নির্মাণ ও বেইলি ব্রিজের। ইতোমধ্যে সেগুলো ৫নং ঘাটে এসে পৌঁছেছে। আশা করছি ঈদের আগেই এই ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করতে পারবো।”

এদিকে একইদিন সাংসদ স্বশরীরে নারায়ণগঞ্জ কলেজের নবনির্মিত আধুনিক বহুতল ভবন কাজের খোঁজ-খবর নিতে যান। এসময় তিনি আগামী সেপ্টেম্বরের যে কোনো দিন এই ভবন উদ্বোধনের ঘোষণা দেন।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগে হাজিগঞ্জ-নবীগঞ্জ রুটে ফেরি সার্ভিস উদ্বোধ করেছিলেন সাংসদ সেলিম ওসমান। সেই ধারাবাহিকতায় বন্দর ঘাটের ফেরিও উদ্বোধন হতে যাচ্ছে।

১৭ আগস্ট, ২০১৮/এসপি/এনটি

উপরে