মঙ্গলবার থেকে শীতলক্ষ্যায় আরও একটি ফেরি সার্ভিসের উদ্বোধন হতে যাচ্ছে। এদিন বেলা ১১টার দিকে ৫নং ঘাট টু বন্দর ময়মনসিংহ পট্টি রুটের এই ফেরি সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান।
এ লক্ষ্যে সোমবার বিকেলে সাংসদ সেলিম ওসমান ময়মনসিংহপট্টি এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা ফেরি ঘাট সরেজমিনে পরিদর্শন করেন।
সাংসদ সেলিম ওসমান জানান, ফেরিঘাটের রাস্তা সম্পন্ন হওয়া এবং ঘাটে ফেরি চলে আসার পরেও বিভিন্ন সমস্যার কারনে যখন ফেরি সার্ভিসটি চালু করার ব্যাপারে জটিলতা দেখা দেয়। ঠিক সেই মুহূর্তে আমার অনুরোধ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের এসডিও সাখাওয়াত হোসেন শামীম, সহকারী প্রৌকশলী ফিরোজ আলম এবং মেকানিক্যাল সহকারী প্রৌকশলী হাসানুল সাহেবেরা গত ৩দিন ধরে নারায়ণগঞ্জবাসীর জন্য দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে প্রায় অসম্ভব কাজ করে সম্ভব করেছেন। তাদেরকে আমি ব্যক্তিগত ভাবে এবং নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি।
২০ আগস্ট, ২০১৮/এসপি/এনটি
আপনার মতামত লিখুন :